বর্তমানে অনেকেই Windows ইন্সটল করার পর Activation সংক্রান্ত সমস্যায় পড়েন। বিশেষ করে যখন Product Key নাই বা ডিভাইস Offline অবস্থায় ছিল, তখন এই সমস্যা বেশি দেখা যায়।
আজকে আপনাকে দেখাবো কীভাবে PowerShell ব্যবহার করে খুব সহজেই Windows 10 বা 11 অ্যাক্টিভেট করবেন — কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই।
Windows Key + X
চাপুন।📌 Administrator হিসেবে রান করাটা খুব জরুরি। না করলে স্ক্রিপ্ট কাজ নাও করতে পারে।
নিচের যেকোনো একটি কমান্ড সম্পূর্ণ কপি করুন:
irm https://get.activated.win | iex
🔄 বিকল্প হিসেবে (ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে):
irm https://massgrave.dev/get | iex
কমান্ডটি পেস্ট করার পর Enter চাপুন।
স্ক্রিপ্ট চালু হলে আপনার সামনে কিছু অপশন আসবে।
সবুজ রঙে Highlight করা অপশনগুলোই মূল Activation অপশন।
সাধারণত “KMS” অথবা “Activate Windows” লেখা থাকে — সেগুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন...
সফলভাবে কাজ হলে “Activation Successful” টাইপ কিছু একটা লেখা আসবে।
আপনি চাইলে Settings → Activation গিয়ে চেক করতে পারেন।
আর কোনো সফটওয়্যার, crack, বা টেনশনের দরকার নাই!
প্রশ্ন | উত্তর |
---|---|
এটা কি সেফ? | হ্যাঁ, এই স্ক্রিপ্টটি ওপেন সোর্স এবং হাজার হাজার মানুষ ব্যবহার করছে। |
কনফিগারেশন হারাবে? | না, আপনার কোনো ফাইল বা সেটিংস হারাবে না। |
Microsoft Account লাগবে? | না, অ্যাক্টিভেশনের জন্য দরকার নাই। |
এভাবে আপনি একদম নিরাপদভাবে এবং নিজের হাতেই Windows অ্যাক্টিভেট করে নিতে পারেন — সেটাও মাত্র ২-৩ মিনিটেই। যদি কোথাও সমস্যা হয়, HelpDesk এ মেসেজ দিন। আমরা আছি পাশে।